হাজারো নেতাকর্মী নিয়ে গাজীপুরের ছয়দানার নিজ বাড়ি থেকে রাজধানীর শান্তি সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। বাস, মাইক্রোবাস, ট্রাক, পিকআপ ও প্রাইভেট কারে করে হাজারো নেতাকর্মী নিয়ে তিনি শান্তি সমাবেশের উদ্দেশ্যে রওনা দেন।

শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকে গাজীপুর মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জাহাঙ্গীর আলমের ছয়দানা এলাকার বাসভবনে আসতে থাকে। এসময় তারা বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও জাহাঙ্গীর আলমকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন। সকাল ১০টায় জাহাঙ্গীর আলমের ভাড়া করা বাস, খোলা ট্রাক, মাইক্রোবাস ও পিকআপে করে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেন।

এসময় তিনি বলেন, রাজনৈতিকভাবে যে কোনো ধরনের বাধা বিপত্তি আসুক না কেন আমরা সব বাধা বিপত্তি মোকাবিলা করব। প্রধানমন্ত্রী যেন রাষ্ট্রীয় দায়িত্বে থাকে সেজন্য যা যা করণীয় আমরা তাই করব। ঢাকা এবং গাজীপুরের মানুষ সাবাই যেন নিরাপদে থাকে সে জন্য আমরা ঢাকায় যাচ্ছি। শান্তির জন্য জাতীয় পতাকা হাতে নিয়ে আমাদের নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করবে।

তিনি আরও বলেন, আমি নিজের উদ্যোগে যানবাহনের ব্যবস্থা করেছি। আর নেতাকর্মীরাও তাদের নিজ উদ্যোগে বিপুল সংখ্যক যানবাহন নিয়ে ঢাকায় যাচ্ছে। ঢাকার রাজপথে দেখতে পাবেন আমাদের কত নেতাকর্মী সমাবেশে যোগ দেয়। 

হাজারো নেতাকর্মী নিয়ে ও বিশাল গাড়ির বহর নিয়ে জাতীয় পতাকা উড়িয়ে স্লোগান দিতে দিতে ঢাকার উদ্দ্যেশে রওনা দেন জাহাঙ্গীর আলম।

শিহাব খান/আরকে