জামালপুরের বকশীগঞ্জে মো. শাহিন নামে এক যুবক ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে স্ত্রী চলে যাওয়াই বাবা-মায়ের ওপর অভিমান করে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে জানান স্থানীয়রা।

মো. শাহীন পেশায় অটোরিকশাচালক ছিলেন। তিনি উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পশ্চিম কামালের বার্ত্তী এলাকার আনজাত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. শাহীনের সঙ্গে তার প্রথম স্ত্রীর ঝগড়া-বিবাদ থাকায় তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যান। এর কয়েকদিন পরেই উপজেলার চর কাউনিয়ার এলাকায় দ্বিতীয় বিয়ে করেন শাহীন। গত কয়েকদিন ধরে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে শাহীনের মা-বাবার ঝগড়া হয়। পরে শাহিনের শ্বশুর বাড়ির লোকজন তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চলে যায়।

এ ঘটনায় মা-বাবার পর অভিমান করে শাহিন বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে গ্যাসের ট্যাবলেট খান। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করেন। পরে শেরপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) খাইরুল ইসলাম বলেন, শাহীন বাবা-মায়ের ওপর অভিমান করে ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রকিব হাসান নয়ন/এএএ