বিএনপির দুঃশাসনের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নতুন প্রজন্মেরা আজকে ঘরে ঘরে বিদ্যুৎ দেখে, হাতে হাতে স্মার্টফোন দেখে, ইন্টারনেট দেখে, দুই ঘণ্টা বিদ্যুৎ না থাকলে সহ্য করতে পারে না। তাই এদের কাছে আমাদের দায়িত্ব ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির দুঃশাসনের কথা তুলে ধরা।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে নিজ বাসভবনে সিংড়া উপজেলার জনপ্রতিনিধিদের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনী ইশতেহারের বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
জুনাইদ আহমেদ পলক বলেন, কোন অবস্থা থেকে বদলে গেছে বাংলাদেশ, এই পথটা যে এত সহজ ছিল না এবং অন্য কেউ পারেনি... শুধুমাত্র আওয়ামী লীগ সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার করেছে, এটা তাদের বোঝাতে হবে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা যখন যেই ওয়াদা করেন, প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি দেন, তা অক্ষর অক্ষরে পালন করেন। প্রধানমন্ত্রী ২০০৮ সালের ১২ ই ডিসেম্বর বলেছিলেন, কত শতাংশ মানুষকে বিদ্যুৎ দেবেন, কতজন মানুষকে ইন্টারনেট দেবেন, ইন্টারনেট নির্ভর হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক করবেন ও কর্মসংস্থান দেবেন। এই সবগুলো ওয়াদা উনি (প্রধানমন্ত্রী) পালন করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন।
তিনি আরও বলেন, ২০২২ সালের ১২ ডিসেম্বর জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে, ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে পরিণত করতে চান। বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল।
প্রতিমন্ত্রী বলেন, আমরা যদি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা এবং সুশাসনের কথা বলে ঘরে ঘরে গিয়ে নৌকায় ভোট চাই, তাহলে আমার... বিশ্বাস সিংড়া আসন থেকে আমরা ৮০ শতাংশের বেশি ভোট নিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করতে পারব।
গোলাম রাব্বানী/কেএ