মানিকগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যা
মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী শিবলু ভূঁইয়াকে (৩৬) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে সাটুরিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত শিবলু ভূঁইয়া সাটুরিয়া উপজেলার বালিয়াটি হাজীপুর এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক। তার স্ত্রী নিহত উজালা আক্তার (২৪) ধামরাইয়ের স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডের কর্মী ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বুধবার (২৫ অক্টোবর) রাতে স্বামী শিবলু ভূঁইয়ার সঙ্গে উজালা আক্তারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিবলু ভূঁইয়া ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা একটি লাঠি দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। লাঠির আঘাতে উজালা আক্তার মাথা ও শরীরে গুরুতর আঘাত পান এবং রাতেই বিনা চিকিৎসায় মারা যান। নিহত নারীর ১০ বছর বয়সী এক ছেলে ও আড়াই বছর বয়সী এক মেয়ে রয়েছে।
সাটুরিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, ইতোমধ্যে এই ঘটনায় নিহতের স্বামী শিবলু ভূঁইয়াকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন এবং আটকের পর স্বামী শিবলু ভূঁইয়া হত্যার বিষয়টি স্বীকার করেছেন।
সোহেল হোসেন/এমজেইউ