মাদারীপুরের রাজৈরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বুরুয়া কলাবাড়ি এলাকার অপূর্ব হাজরার ছেলে অনিক হাজরা (২৩) ও একই এলাকার গোপাল হালদারের ছেলে অঞ্জন হালদার (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজৈর উপজেলার আড়ুয়াকান্দি থেকে মোটরসাইকেলযোগে গোপালগঞ্জের কোটালিপাড়ায় যাচ্ছিলেন অনিক হাজরা ও অঞ্জন হালদার। এ সময় তারা আড়ুয়াকান্দি শনি মন্দিরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা অঞ্জন হালদার ও অনিক হাজরা ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া ইজিবাইকের যাত্রী রেজাউল আলম (৩০) ও দিদার আলী (২৫) আহত হন।

রাজৈর থানা পুলিশের ওসি আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাকিব হাসান/এমজেইউ