কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ জনে।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান সবুজ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত ব্যক্তির নাম বিল্লাল মিয়া। তার বাড়ি নরসিংদীর বেলাব উপজেলায়। ট্রেন দুর্ঘটনার পর তাকে প্রথমে চন্ডীবেড় হাসপাতালে পাঠানো হয়। ট্রেন দুর্ঘটনায় আহত অবস্থায় মঙ্গলবার ভোর রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার আগে পথমধ্যে তার মৃত্যু হয়। 

এর আগে সোমবার কিশোরগঞ্জ থেকে ভৈরব হয়ে ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি। এদিন বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন এগারসিন্ধুর ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয়।

এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি দুমড়ে মুচড়ে উল্টে যায়। এ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পঙ্গু হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

আরকে