ঘূর্ণিঝড় হামুন
কক্সবাজারে রেড অ্যালার্ট জারি
প্রবল ঘূর্ণিঝড় হামুনের কারণে কক্সবাজারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এরই মধ্যে উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে থাকা সোহেল রানা। প্রবল ঘূর্ণিঝড় হামুন পর্যবেক্ষণে এই নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে প্রবল ঘূর্ণিঝড় হামুন পর্যবেক্ষণে জেলা প্রশাসনের পক্ষ থেকে কক্সবাজারে নিয়ন্ত্রণ খোলা হয়েছে হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
আরও পড়ুন
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ জানান, ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে নিয়ন্ত্রণ কক্ষ খেলা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জেলার ৯ উপজেলা ১৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ৫ লাখ ৫ হাজার ৯৯০ জনের ধারণক্ষমতা সম্পন্ন জেলার ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও জেলায় ১১ লাখ ২৫ হাজার নগদ টাকা, ৬৪০ মেট্রিক টন চাল ও ৭০০ বান্ডিল ঢেউ টিন মজুত আছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ৫ হাজার প্যাকেট শুকনো খাবারের চাহিদা পাঠানো হয়েছে।
ফরহাদ/আরএআর