যমুনা নদীর সিরাজগঞ্জ অংশে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরায় তিন জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার মিটার কারেন্ট জাল, ৭৯টি চায়না দুয়ারি জাল ও দুই কেজি ৫০০ গ্রাম মাছ জব্দ করা হয়।

শনিবার (২১ অক্টোবর) বেলা ১১টার যমুনা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম রকিবুল হাসান এই অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের দুই হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ করা অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়।

সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান ঢাকা পোস্টকে বলেন, মা ইলিশ রক্ষায় যমুনা নদীর সদর উপজেলা এলাকায় সকাল থেকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ জালসহ তিন জেলেকে আটক করে জরিমানা করা হয়। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। এই অভিযান চলান থাকবে।

শুভ কুমার ঘোষ/কেএ