বর্তমান সময়ে গণমাধ্যমকর্মীকে প্রতিনিয়ত নিজের যোগ্যতার পরিচয় দিতে হয় বলে মন্তব্য করেছেন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ।  

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নড়াইলে পদ্মা সেতু উন্নয়ন ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহাবুর আলম সোহাগ বলেন, দিন দিন গণমাধ্যম বাড়ছে, সেই সঙ্গে প্রতিযোগিতাও বাড়ছে। একদিন ভালো করে সাত দিন বসে থাকলে হবে না। সফলতার ভিন্ন কোনো রহস্য নেই, দরদ দিয়ে কাজ করলে সফলতা আসবেই। গণমাধ্যমকর্মীকে প্রতিনিয়ত নিজের যোগ্যতার পরিচয় দিতে হয়।

তিনি আরও বলেন, ফেসবুক হলো ওপেন সোর্স। সবাই এখন ফেসবুকের মাধ্যমে দ্রুত তথ্য পায়। এই সোর্স ব্যবহারের ক্ষেত্রে সাবধান হতে হবে। সাবধান না হলে ঝুঁকি আছে। যেকোনো ঘটনার ক্ষেত্রে ক্রসচেক করে নিতে হয়। পাশাপাশি একজন গণমাধ্যমকর্মী হিসেবে ফেসবুক পরিচালনায় সাবধান থাকতে হবে। কারো সম্পর্কে জানতে হলে তার ফেসবুক দেখলেই হয়। ব্যক্তির চিন্তাশক্তির বহিঃপ্রকাশ ঘটে ফেসবুকে। 

ঢাকা পোস্টের বরিশাল বিভাগের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় ও খুলনা বিভাগের নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নড়াইল প্রতিনিধি মুন্সী আসাদুর রহমান, ঢাকা পোস্টের বিজনেস ডেভেলপমেন্ট ও মার্কেটিং ম্যানেজার এইচ এম গোলাম মুর্তজা, সহকারী ব্যবস্থাপক (এডমিন-এইচআর) মো. তানভির কবির, ঢাকা পোস্টের সিলেট বিভাগের বিভাগীয় প্রধান মাসুদ আহমদ রনি, রংপুরের বিভাগীয় প্রধান ফরহাদুজ্জামান ফারুক, চট্টগ্রামের বিভাগীয় প্রধান আরিফ আজগর, ময়মনসিংহের বিভাগীয় প্রধান উবায়দুল হক, রাজশাহীর বিভাগীয় প্রধান শাহিনুল আশিক, নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান, ঢাকা বিভাগের বিভাগীয় প্রধান অ্যাডভোকেট ব ম শামীম প্রমুখ। 

হাসিব আল আমিন/আরকে