ওয়াই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
দেড় বছরের মধ্যে ওয়াই সেতুর কাজ শেষ হবে : রেলমন্ত্রী
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, গত বছর দুর্গাপূজার আগে মহালয়ায় অংশ নিতে গিয়ে আউলিয়া ঘাটে নৌকা ডুবি ট্রাজেডিতে ৭২ জনের প্রাণ গেছে। সেদিন কথা দিয়েছিলাম মাড়েয়া আউলিয়া ঘাটে ওয়াই আকৃতির ব্রিজ নির্মাণ করা হবে। এক বছর পর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সেতুর কাজ শেষ করা হবে।
বুধবার (১৮ অক্টোবর) বিকেলে মাড়েয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাড়েয়া বামন হাটে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনসার রেজাউল করিম শামীম।
বিজ্ঞাপন
এর আগে দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়নে ১১৬ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণা হতে যাওয়া ৮৯১ মিটার পিসি গার্ডার ওয়াই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। গত বছর আউলিয়া ঘাটে নৌকা ডুবির ঘটনায় বোদায় করতোয়া নদীতে মাড়েয়া ঘাটে ওয়াই আকৃতির সেতু নির্মাণের ঘোষণা দিয়েছিলেন রেলমন্ত্রী।
এদিকে করতোয়া নদীর আউলিয়া ঘাটে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের খরব শুনে বেশ খুশি এ এলাকার সর্বস্তরের মানুষজন। সকাল থেকেই করতোয়ার নদীর আউলিয়া ঘাট এলাকায় মানুষ ভিড় দেখা যায়। জনসমুদ্রে পরিণত হয় এলাকাটি। দীর্ঘ দিনের দাবি পূরণ হতে চলেছে আউলিয়ার ঘাট ওয়াই ব্রিজটি নির্মাণের ফলে।
পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামানের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তরর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত চৌধূরী জজ, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, সাবেক পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসকে দোয়েল/এসএম