ছবি- সংগৃহীত

মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছায় প্রতিনিধিদল। পরে তারা সড়কপথে উখিয়া শরণার্থী শিবিরে যান। শুরুতেই ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলেন। এছাড়া জাতিসংঘের (ইউএন) কার্যক্রম পরিদর্শন করেন প্রতিনিধিরা। পাশাপাশি বিভিন্ন এনজিওর কার্যক্রমও প্রত্যক্ষ করেন তারা।

সকালে প্রতিনিধিদল উখিয়ার কুতুপালং ক্যাম্প-৪ এর ইউএনএইচসিআর-এর রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। এরপর ক্যাম্প-২ এর নারী উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে যান। সেখান থেকে যান ক্যাম্প-১১ এর ডব্লিউএফপির ই ভাউচার আউটলেটে। সবশেষ তিনি রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত মাঝিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ বিষয়ে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার ক্যাম্প পরিদর্শন এবং জাতিসংঘ পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। এ ছাড়া তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন। পরে তারা বিকেলে কক্সবাজারে ত্যাগ করেছেন।

তবে মতবিনিময়ের সময় কি নিয়ে আলোচনা হয়েছে সেটি জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

এর আগে গতকাল সোমবার সকালে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান আফরিন আক্তার।

সাইদুল ফরহাদ/এমজেইউ