মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় কাদের মাতুব্বর (৬৮) নামের এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) ভোর রাতে মোটরসাইকেল নিয়ে মসজিদে আজান দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে ভূরঘাটা নুর ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার (১৪ অক্টোবর) সকালে নিহত মুয়াজ্জিনের ছেলে তার বাবার মৃত্যুর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত কাদের মাতুব্বর কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডে মৃত করম আলী মাতুব্বরের ছেলে ও খাশের হাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজের প্রফেসর জাহিদ হাসানের বাবা। তিনি একাধারে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের গ্রাম পুলিশের কর্মরত ছিলেন ও ভূরঘাটা নুর ক্লিনিক মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।

নিহতের পরিবার জানান, তিনি প্রতিদিনের ন্যায় শুক্রবার ভোর রাতে ফজরের নামাজের আজান দেওয়ার  জন্য মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের। পরে ভূরঘাটা নূর ক্লিনিক এর সামনে পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে নিচে পরে গুরুতর আহত হন। স্হানীয় ও পথচারীরা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরে থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে কান্নার মাতম।

নিহতের ছেলে জাহিদ হাসান বলেন, এভাবে আমাদের ছেড়ে আমার আব্বায় চলে যাবে আমি কখনো ভাবতে পারিনি। আজকে আমার বাবার মতো আমাকে কে এখন এভাবে দেখাশোনা করবে। 

কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, ফজরের ভোরে দুর্ঘটনায় এক মোয়াজ্জিন মারা গেছে। এ ব্যাপারে তাদের পরিবারের কোনো অভিযোগ নেই।

রাকিব হাসান/আরকে