ব্যারিস্টার সুমনের খেলা দেখতে গাজীপুরে মানুষের ঢল
‘নেশা ছেড়ে খেলা ধরি, মাদকমুক্ত দেশ গড়ি’ স্লোগানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে স্কাউটস ট্রেনিং সেন্টার মাঠে চলছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম কালিয়াকৈর উপজেলা ফুটবল একাডেমির মধ্যকার ফুটবল ম্যাচ।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৩টা ৫৫ মিনেটে খেলা শুরু হয়। তবে খেলা দেখতে দুপুর থেকেই মাঠে দর্শকের উপস্থিতি বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খেলা দেখতে আসা নানা শ্রেণি-পেশার মানুষের ভিড় বাড়ছেই।
বিজ্ঞাপন
ছেলেকে নিয়ে ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে এসেছেন গার্মেন্টস শ্রমিক রফিক। তিনি ঢাকা পোস্টকে বলেন, ব্যারিস্টার সুমনকে ফেসবুক ও টেলিভিশনে দেখেছি। তার খেলা দেখতে দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। আজ বাড়ির পাশে তিনি এসেছেন। তার খেলা দেখতে ছেলেকে নিয়ে চলে এসেছি।
উদ্ভোধনী বক্তব্যে ব্যারিস্টার সুমন বলেন, আমি যে শক্তি নিয়ে কালিয়াকৈরকে হারাতে এসেছি, কিন্তু মাননীয় মন্ত্রীর উপস্তিতি আমরা হারানোর সেই শক্তি ভুলে গিয়েছি। এখানে আমাদের জেতার কিছু নেই, আমি হেরে গেলেও আক্ষেপ থাকতো না।
সরকারের বিভিন্ন উন্নয়নের কাজ দেখে ব্যারিস্টার সুমন আরও বলেন, দেশে প্রচুর উন্নয়ন হয়েছে, বিশেষ করে গাজীপুরে বেশি উন্নয়ন হয়েছে। আগে ঢাকা থেকে গাজীপুর আসতে যে সময় লাগতো এখন তার থেকে খুব অল্প সময় লেগেছে। এ সবই শেখ হাসিনার উন্নয়নের ফল।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির মুরাদ প্রমুখ।
শিহাব খান/এমজেইউ