বাসের ধাক্কায় খাদে পড়ল লেগুনা, নিহত ৪
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে সদর উপজেলার ভাটবাউর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দাঁড়িয়ে থেকে থাকা একটি লেগুনা সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে লেগুনার দুই নারীসহ ৪ জন যাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বিজ্ঞাপন
মানিকগঞ্জ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, সদর উপজেলার ভাটবাউর গ্রামের আবুদল মোতালেবের ছেলে লেগুনার চালক জাহিদ হোসেন (৩৪), এই উপজেলার বাগজান গ্রামের আব্দুস সালামের স্ত্রী হেনা আক্তার (৫০), একই গ্রামের মনসুর আলীর স্ত্রী মালেকা বেগম (৫৫) এবং সদর উপজেলার দিঘী ইউনিয়নের মৃত পরেশ চন্দ্র মদকের ছেলে মকাদেব চন্দ্র মদক (৫০)।
এ ঘটনায় ওই লেগুনার নাছির ও মুসা মিয়া নামের দুই যাত্রী আহত হন। আহত মুসা মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্যজন মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কাজী একেএম রাসেল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে লেগুনাটি ঘিওর উপজেলার বানিয়াজুরি থেকে ৬ জন যাত্রী নিয়ে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার ভাটভাউর এলাকায় যাত্রী ওঠা-নামার জন্য সড়কে পাশে দাঁড়ায়। এসময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস লেগুনাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই লেগুনাটি সড়কের পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের কর্মী, গোলড়া হাইওয়ে থানার পুলিশ ও মানিকগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খালের পানিতে তলিয়ে যাওয়া লেগুনা থেকে চালকসহ পাঁচজনকে উদ্ধার করে। তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলে নিহত হন।
গোলড়া হাইওয়ে পুলশিরে ইনর্চাজ শুকেন্দু বসু জানান, আকিজ গ্রুপের একটি যাত্রীবাহী বাসে ধাক্কায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লেগুনা খালে পড়ে প্রাণহানি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত চারজনের নাম-পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরচিালক শরফিুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলতি লেগুনাকে উদ্ধারকারী ক্রেন দিয়ে ওঠানো হয়েছে। আমাদের কর্মীরা লেগুনায় থাকা যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এদিকে মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নিহত প্রত্যেক পরিবারের জন্য ২০ হাজার টাকা এবং আহতদের জন্য সাড়ে সাত হাজার টাকা অর্থ সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
সোহেল হোসেন/আরকে