মানিকগঞ্জে পাচারকালে ৪৭ টন সরকারি সার আটক
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বরাদ্দকৃত ৪৭ টন সরকারি সার অবৈধভাবে গাজীপুরে পাচারকালে দুটি ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (৯ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া বাসস্ট্যান্ড থেকে সার ভর্তি ওই দুটি ট্রাক জব্দ করা হয়।
মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যার দিকে সাটুরিয়া থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে একটি মমালাও দায়ের করেছেন।
বিজ্ঞাপন
আটকরা হলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ দনারদন্দি গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. আব্দুল সালাম (৪০) এবং মানিকগঞ্জ সদরের কৃষ্ণপুর এলাকার বিশু বেপারির ছেলে বাদল মিয়া (৪৫)।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) মানিকগঞ্জ কার্যালয়ের সারের গোডাউন থেকে দুই ট্রাক ভর্তি ৪৭ টন সার গাজীপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। গাজীপুরের কালিয়াকৈরের মেসার্স বিষ্ণ অ্যান্ড ব্রাদার্স ও মেসার্স নারায়ন বণিক নামের এই দুটি ব্যবসা প্রতিষ্ঠানের দুটি চালানে এই সার নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সাটুরিয়া থানা পুলিশ ওই ট্রাক দুটিসহ চালকদের আটক করে।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদে ট্রাকের চালকরা মানিকগঞ্জ বিএডিসির সার বিক্রির দুটি পৃথক চালান দেখান। ওই চালানে উল্লেখ রয়েছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, যুগ্ম মহা-পরিচালকের (সার) কার্যালয়, ১৬নং গ্রীন রোড ঢাকা। ৯ অক্টোবর মেমো নং ৪৫৩৭৩ চালানে মূল্য ৫ লাখ ৩২ হাজার ৫০০, অপরটি ৪ লাখ ৯৬ হাজার ৮৫০ টাকা।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) মানিকগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, গাজীপুরের কালিয়াকৈরের মেসার্স বিষ্ণ অ্যান্ড ব্রাদার্স ও মিসার্স নারায়ন বণিক নামের দুটি ডিলার আমাদের রয়েছে। তবে পুলিশ সার ভর্তি যে দুটি ট্রাক জব্দ করে তা মানিকগঞ্জ থেকে নেওয়া হচ্ছে কিনা তা রেজিস্ট্রার বই না দেখে নিশ্চিত না হয়ে কিছুই বলা যাচ্ছে না।
এ বিষয়ে সাটুরিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ টন সরকারি সারসহ দুটি ট্রাক জব্দ করা হয়। এ সময় ওই ট্রাকে দুই চালকেও আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পরে ওই দুই চালককে আদালতে পাঠানো হয়েছে।
সোহেল হোসেন/এমএএস