হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। নগরীর ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়ালকে সভাপতি করে ১৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি এবং মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানকে সভাপতি করে ১০১ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বাদ মাগরিব আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে জেলা ও মহানগরের আংশিক কমিটি গঠন করা হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নবগঠিত মহানগর হেফাজতে ইসলাম কমিটির সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান।

তিনি আরও জানান, আগামী শুক্রবার নারায়ণগঞ্জ শহরে বাদ জুমা ফিলিস্তিনির পক্ষে সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল করবে হেফাজতে ইসলাম। বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পৃথক ব্যানার নিয়ে অংশ গ্রহণ করবে। ডিআইটি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে।

এমএএস