ব্যবসায়ীর গলায় জুতার মালা পরানো সেই আ.লীগ নেতা ইয়াবাসহ আটক
দোকান থেকে সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর ছবি নামিয়ে ফেলায় এক ব্যবসায়ীকে আটকে মারধর এবং গলায় জুতার মালা পরানো সেই আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান ওরফে মঈন জমাদ্দারকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এসময়ে তার আরও তিন সহযোগীকেও আটক করা হয়।
রোববার (৮ অক্টোবর) নগরীর কালুশাহ সড়ক শহীদ রহিম সেবা সংঘের দ্বিতীয় তলার পশ্চিম পাশের কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করেন বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন সমদ্দার। সোমবার (৯ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
বিজ্ঞাপন
আটককৃত মঈন জমাদ্দার জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের সঠিখোলা গ্রামের মৃত মজিবর রহমান জমাদ্দারের ছেলে ও চরামদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। অন্যান্যরা হলেন, নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকার বাসিন্দা সাইদ খলিফার ছেলে আলাল খলিফা (৪৫), পলিটেকনিক্যাল রোডের বাসিন্দা মৃত খান মো. ইউনুসের ছেলে মহিউদ্দিন খান মোহন (৪৫) ও কালুশাহ সড়ক এলাকার মৃত হাজী মোফাজ্জেল হোসেনের ছেলে আবু জাফর সোহেল (৪৬)।
ওসি আনোয়ার হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে এসআই সুমন সমদ্দার বাদী হয়ে মামলা দিয়েছেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত চারজনের মধ্যে মঈন জমাদ্দারের কাছ থেকে ৩০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া অন্যরা এর সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।
এর আগে ২২ আগস্ট মঈন জমাদ্দার নগরীর বান্দ রোডের সোনার বাংলা মোটরসের মালিক এবং বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মো. মনিরুজ্জামানকে কালুশাহ সড়ক শহীদ রহিম সেবা সংঘের দ্বিতীয় তলার পশ্চিম পাশের কক্ষে ডেকে নেন। সেখানে মনিরুজ্জামানকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে ফেসবুকে ছড়িয়ে দেয়। মনিরুজ্জামান তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাদিক আব্দুল্লাহর ছবি নামিয়ে ফেলায় তাকে জুতার মালা পরিয়ে হেনস্তা করা হয়। এ ঘটনায় মনিরুজ্জামান বাদী হয়ে গত ২৭ আগস্ট কোতয়ালি মডেল থানায় মামলা করেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন মঈন জমাদ্দার।
সৈয়দ মেহেদী হাসান/আরকে