কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ফাইল ছবি

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই কয়েদির মৃত্যু হয়।

নিহত কয়েদির নাম মো. তালেব উদ্দিন (৬২)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর থানার খাগাউড়া গ্রামের আ. গনির ছেলে। জগন্নাথপুর থানার একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার জেল সুপার সুব্রত কুমার বালা জানান, রোববার দিবাগত রাত ৩টা ১০মিনিটে তালেব হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাকে প্রথমে কারা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৫টার দিকে তিনি মারা যান। 

জানা গেছে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তালেব দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত ১ অক্টোবরও তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে ৪ অক্টোবর কারাগারে ফেরেন। কিন্তু রোববার দিবাগত রাতে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে ২০১২ সালের ৬ জুন সিলেট জেলা কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়েছিল। 

শিহাব খান/এনটি