শীতের আগাম সবজি চাষে ব্যস্ত ঠাকুরগাঁওয়ের চাষিরা
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক চাষিদের শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। বৃষ্টি কম হওয়ায় আগাম সবজি চাষ শুরু করেছেন অনেকে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বাম্পার ফলনের আশা করছেন চাষিরা।
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামের চাষি আতাউর রহমান বলেন, বৃষ্টি কম হওয়ায় এবছর সময় মতো শীতকালীন আগাম সবজির চাষ শুরু করতে পেরেছি। এখন সকাল-বিকেল আমরা গাছের পরিচর্যায় ব্যস্ত আছি। এ বছর লাউ, চাল কুমড়া ও শিম চাষ করছি।
বিজ্ঞাপন
ঢোলারহাট ইউনিয়নের বড়দেশ্বরী এলাকার চাষি মিজানুর রহমান বলেন, আমরা শীত পড়ার আগেই চাল কুমড়া ও করলা লাগিয়েছি। এখন পরিচর্যা করতে ব্যস্ত সময় পার করছি। আশা করছি আর ১৫-২০ দিনের মধ্যে বাজারে বিক্রি করতে পারব। মনে হচ্ছে এ বছর বাজারে সবজির ভালো দাম পাব।
আগাম সবজি চাষ করা সারোয়ার বলেন, আমি এবার তিন একর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ করেছি। কিন্তু বর্তমানে সারসহ কীটনাশকের বেশি দাম হওয়ায় তেমন লাভবান করেত পারব না। তাছাড়া আমাদের এলাকার প্রায় সবাই সবজি চাষ করেছে। এতে করে আমরা আশা করতেছি ঠাকুরগাঁওয়ে সবজির বিপ্লব ঘটবে। এই সবজি ঠাকুরগাঁওসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলের রপ্তানি করা হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, এ জেলার প্রান্তিক কৃষকরা এবছর ব্যাপক পরিমাণে লাউ, জালি কুমড়া, মূলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লালশাক, বেগুন, করলা, শিমসহ নানা শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। খুচরা ও পাইকারি বাজারে সবজির দামও বেশ ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক মেহেদী আহসান উল্লাহ চৌধুরী বলেন, চলতি বছর শীতকালীন সবজির ব্যবসায় অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় বিশেষ করে ঠাকুরগাঁও সদর উপজেলার সবজির রাজধানী হিসেবে খ্যাত খড়ি বাড়ি গ্রামের সবজি চাষিরা অনেক উপকৃত হয়েছে। এই এলাকার আগাম সবজির স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রি করা হয় এবং বিদেশেও রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে।
তবে কয়েকদিন টানা বৃষ্টিতে বেশ কিছু বীজতলা নষ্ট হয়ে গেছে বলে জানান কৃষকেরা। কথা হয় কৃষক আনিসুরের সঙ্গে। তিনি বলেন, আমি আগাম আলু চাষ করেছিলাম। টানা তিন দিনের বৃষ্টিতে সেই আলুখেতে বীজ নষ্ট হয়ে গেছে। এখন বৃষ্টি কমেছে। আমাকে আবার আলুর বীজ রোপণ করেতে হবে।
ঠাকুরগাঁও জেলার গড়েয়া ইউনিয়নের সবজি ব্যবসায়ী কালাম বলেন, আমাদের এখানে এবার আগাম সবজি এখনই উঠতে শুরু করেছে খুব অল্প পরিমাণে। তবে কয়েক দিনের মধ্যেই শীতকালীন আগাম সবজি পরিপূর্ণ হয়ে যাবে বলে আশা করি। আমরা এসব সবজি ঠাকুরগাঁও থেকে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাই। এতে করে এই অঞ্চলের মানুষ যেমন দাম ভালো পায় একইভাবে ব্যবসায়ীরাও লাভবান হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায় বলেন, এ বছর লাউ ২৭৫ হেক্টর, চাল কুমড়া ৬৫ হেক্টর এবং করলা ৪০৮ হেক্টর জমিতে চাষ করা হয়েছে যা গত বছরের থেকে বৃদ্ধি পেয়েছে। এখানকার কৃষকরা শীতের আগাম সবজি শিম, লাউ, পুঁইশাক, বেগুন, চাল কুমড়া, করলা চাষ করে লাভবান হচ্ছেন। আগাম জাতের এসব সবজি চাষ করতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের সার্বিক সহযোগিতা করছেন।
আরিফ হাসান/আরকে