জাল নোট ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি থেকে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ তিন জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আলমগীর হোসেন, মো. রাসেল ও মো. রুবেল ইসলাম ওরফে হৃদয়। তাদের কাছ থেকে নগদ ৭ লাখ ৮০ হাজার টাকার জাল নোট, ১টি ল্যাপটপ, ১টি প্রিন্টার, জালনোট তৈরির তিনটি ডাইস, গ্লাস, ট্রেসিং পেপারসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
শনিবার (৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
তিনি বলেন, বিভিন্ন উৎসবকে সামনে রেখে জাল নোটের কারবারি চক্রগুলো বেশি মাথাচাড়া দিয়ে ওঠে। দুর্গাপূজাকে সামনে রেখে এই চক্রটি তৎপরতা বাড়িয়ে দেয়। জেলা গোয়েন্দা পুলিশের ‘খ’ জোনের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে জাল টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার করে। চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।
এএএ