রাজবাড়ী কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
রাজবাড়ী জেলা কারাগারে সাঈদুর রহমান জেলাল (৬০) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাঈদুর রহমান জেলাল রাজবাড়ী সদর উপজেলার ডাটকি সরদার বাড়ির মোতালেব সরদারের ছেলে। রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, সাঈদুর রহমান জেলাল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিন ২০১৫ সালে রাজবাড়ী জেলা কারাগারে আসেন।তার আগে তিনি কাশিমপুর কারাগারে ছিলেন। সাঈদুর রহমানের বয়স ৬০ বছরের বেশি হবে। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কারগারে তাকে চিকিৎসা দেওয়া হতো। আজ সকালে তার শারীরিক অবস্থা বেশি খারাপ হলে সকাল সাড়ে ৬টার দিকে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে তিনি মারা যান।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. আব্দুল্লাহ আক মামুন ঢাকা পোস্টকে বলেন, সকাল সাড়ে ৬টায় জেলা কারাগার থেকে একজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন।
মীর সামসুজ্জামান/আরকে