ধানখেতে পড়ে থাকা সেই শিশুর মাথা উদ্ধার
সুনামগঞ্জের ছাতকে তৃতীয় শ্রেণির ছাত্রী শিশু ইভা আক্তারের দেহ থেকে পৃথক করা মাথা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) রাতে ছাতকের দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের সড়কের পাশের একটি ধান খেত থেকে ওই শিশুর মাথা বিহীন মরদেহ উদ্ধার করা হয়।
ছাতক থানার অভিযানে শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের লিটন মিয়ার ধান ক্ষেত থেকে ইভা আক্তার (৮) এর পৃথক করা মাথা উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ বলছে, লোমহর্ষক এই ঘটনার পর ঘটনার মোটিভ ও আসামি ধরতে মরিয়া হয়ে মাঠে নামে তারা। প্রথমে শিশুটির মাথা উদ্ধার করা জরুরি ছিল সেটি করতে সক্ষম হয়েছেন তারা। ঘটনার মোটিভও উদ্ধার হয়েছে। বিশেষ অভিযান চালানো হচ্ছে দ্রুতই, আসামিকে আইনের আওতায় আনা হবে। তবে আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, কী কারণে এমন ঘটনা সেই মোটিভ মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। দ্রুতই আসামিকে গ্রেপ্তার করা হবে।
ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক বলেন, দুই দিনের বিশেষ অভিযানের পর শুক্রবার সন্ধ্যার পর পৃথক মাথাটি মাথা উদ্ধার করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের দোকানের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ৮ বছরের ইভা। তার কিছুক্ষণ পরে সড়কের পাশে ধানের খেতে মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মারা যাওয়া ইভা আক্তার দক্ষিণ কুর্শি গ্রামের মুশাহিদ আলীর মেয়ে।
সোহানুর রহমান সোহান/এসকেডি