তিস্তায় মিলল মৃত ডলফিন, ৩০ হাজারে বিক্রি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তিস্তা নদীর বন্যার পানিতে ভেসে এসেছে একটি মৃত ডলফিন। স্থানীয় এক জেলের জালে ধরা পড়ে মৃত ডলফিনটি। পরে মাছটিকে কেটে এর তৈল ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর ) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জহির ইমাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে উপজেলার তিস্তার নদীর চর এলাকার শাহাজান মিয়ার জালে ধরা পড়ে ডলফিনটি।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, ভারতের সিকিমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় তিস্তা নদীর ভাটিতে বাংলাদেশ অংশে বন্যা দেখা দেয়। গতকাল বুধবার রাতে তিস্তা পাড় বন্যায় প্লাবিত হয়। পরে সকাল থেকে বিভিন্ন জেলেরা মাছ ধরতে শুরু করেন। এ সময় হঠাৎ জালে বিশাল আকৃতির একটি মাছ আটকা পড়লে কয়েকজন মিলে মাছটিকে ধরেন। পরে ওপরে নিয়ে এসে দেখতে পান এটি ভারত থেকে আসা ডলফিন। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শাহাজান মিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কেটে এর তৈল ৩০ হাজার টাকায় বিক্রি করে দেন জেলে শাহাজান মিয়া।
ভোটমারী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, আমরা খবর পাওয়ার পরেই খবর নিয়ে জানতে পারি বিভিন্ন লোকের কাছে মৃত ডলফিনটি কেটে বিক্রি করে ফেলেছেন। ওই জেলেকে এ ধরনের কোনো আকৃতির মাছ পাওয়া গেলে পুলিশ প্রশাসনকে খবর দিতে বলা হয়েছে। একইসঙ্গে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়।
নিয়াজ আহমেদ সিপন/এএএ