ডিবির নকল পোশাকসহ ৪ ডাকাত আটক
পটুয়াখালীর দুমকিতে নকল ডিবির পোশাক পরে ডাকাতি করতে গিয়ে ওয়াকিটকিসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ডাকাতিতে যাওয়ার পথে লেবুখালী পায়রা ব্রিজ টোলপ্লাজা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- দশমিনা উপজেলার রামবল্লভ গ্রামের প্রয়াত আবুল হাসেম মৃধার ছেলে খলিলুর রহমান (৪৫), পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর এলাকার সোহরাব হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (৩৩), মির্জাগঞ্জ উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামের আউয়াল বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস (৩০) ও পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের ঠ্যঙ্গাই গ্রামের মৃত্যু সাহাবুদ্দিন সিকদারের ছেলে কাওছার সিকদার (৩০)।
বিজ্ঞাপন
গতকাল সোমবার পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দুমকি পুলিশের ৩ সদস্যের একটি টহল দল নিয়মিত চেকপোস্ট করার সময় পটুয়াখালীর উদ্দেশ্যে আসা একটি সাদা মাইক্রো বাস পায়রা সেতু টোল প্লাজায় পৌঁছলে তাদের গতিরোধ করে। পরে তারা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দেন। টহল পুলিশের সন্দেহ হলে তাদেরকে গাড়ি থেকে নামতে বলেন। এরপর তল্লাশি করতেই একটি ব্যাগে বিপুল পরিমাণ টাকা দেখতে পান। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ৪ জনকে আটক করে।
এই ডাকাত দলটি নকল ডিবির পোশাকে ডাকাতি করতো। ডাকাতির জন্য তারা বিভিন্ন জনকে ডিবি পরিচয়ে ভয় দেখিয়ে অভিনব কায়দায় লুট করতেন। আটকের সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৬১ হাজার টাকা, ডিবি পুলিশের ২টি কটি, একটি ওয়াকি-টকি ও মাইক্রো বাসটি জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
মাহমুদ হাসান রায়হান/এএএ