মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ
নেত্রকোণার মদন উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতা ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা ও নোয়াগাঁও গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এটি চলমান রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষে হতাহতের বিষয়ে কোনো তথ্য জানা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
এদিকে সংঘর্ষের খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং নেত্রকোণা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাখনা গ্রামের লোকজনের সাথে স্থানীয় নোয়াগাঁও গ্রামের লোকজনের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল। এ ঘটনায় মাখনা গ্রামের পক্ষ নেন পার্শ্ববর্তী আলমশ্রী গ্রামের লোকজন এবং নোয়াগাঁও গ্রামের পক্ষ নেন পার্শ্ববর্তী বাউসা, সোনাখালী, তালুককানাই ও পাছ আলমশ্রী গ্রামের লোকজন। পূর্ব বিরোধের জেরে মঙ্গলবার সকালে দুই পক্ষের লোকজন গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
স্থানীয় মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ এবং নেত্রকোণা থেকেও অতিরিক্ত পুলিশ আনা হয়েছে।
জিয়াউর রহমান/আরকে