বগুড়ার নন্দীগ্রামে ইজিবাইকচালক মুকুল হোসেন হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে শেরপুর ও নাটোর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার এমদাদুল হক মিলন, নাটোরের সিংড়া উপজেলার সাতারদিঘীর আনোয়ার হোসেন প্রামানিক, গুরুদাসপুর উপজেলার পশ্চিম ধানুয়া মধ্যপাড়ার আব্দুল জলিল সবুজ, সুবহান, রাজশাহীর চারঘাটের উত্তর রায়পুর এলাকার ঝন্টু ওরফে বেলাল ও নাজিরুল ইসলাম।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. স্নিগ্ধ আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৫ সেপ্টেম্বর ইজিবাইকসহ নিখোঁজ হন মুকুল হোসেন। এর পরের দিন (১৬ সেপ্টেম্বর) নন্দীগ্রামের ভাটগ্রাম ইউনিয়নের কৃষিজমি থেকে মুকুলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হলে তদন্ত করতে গিয়ে ইজিবাইক ছিনতাইয়ের বিষয়টি সামনে আসে। এই সূত্র ধরে হত্যায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইজিবাইকটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এমজেইউ