ফরিদপুরে ডেঙ্গুতে ২ গৃহবধূর মৃত্যু
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪০ জনে দাঁড়িয়েছে।
ডেঙ্গুতে মারা যাওয়া ওই দুই গৃহবধূ হলেন- সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মজিবর মোল্যার স্ত্রী সালেহা বেগম (৬৫) ও একই উপজেলার গট্টি গ্রামের মো. হাফিজুলের স্ত্রী তাসলিমা বেগম (১৮)।
বিজ্ঞাপন
সালেহা গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ হাসপাতালে ভর্তি হয়ে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মারা যান। তাসলিমা গতকাল বুধবার দুপুর ২টার দিকে হাসপাতালে ভর্তি হয়ে ওই দিন রাত ৮টার দিকে মারা যান।
এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৬ জন। এ নিয়ে ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫৬৯ জনে। সুস্থ হয়েছেন ৮ হাজার ৭৫১ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৭৮ জন।
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, আমাদের জেলার ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়নি। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি চিকিৎসা সেবা দিতে। এখনও মানুষ ডেঙ্গুর ব্যাপারে বেশ উদাসীন। মানুষকে তার নিজেকে সচেতন হতে হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, আমাদের হাসপাতালে স্যালাইনের কোনো সংকট নেই। চাহিদামত স্যালাইন আমাদের সাপ্লাই রয়েছে। তবে রোগীর চাপ ক্রমাগত বাড়ছে।
জহির হোসেন/আরকে