হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
বিজ্ঞাপন
তিনি বলেন, শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে বুধবার সকাল থেকে ভারতের সঙ্গে এ বন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। এক দিন বন্ধের পর আগামীকাল বৃহস্পতিবার থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দরে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
ইমরান আলী সোহাগ/আরকে