ময়মনসিংহের মুক্তাগাছায় যুবলীগ কর্মী আসাদুজ্জামান হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন দুই আসামি। পূর্ব বিরোধের জেরে আসাদ হত্যার ঘটনা ঘটেছে এমনটি জানিয়ে সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 

এদিন ভোরে সুনামগঞ্জের মধ্যনগর থেকে মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি সাখাওয়াত হোসেন লিমন (১৯) ও ৯ নম্বর আসামি মো. মমিনুল হককে (২১) গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে বিকেলে তাদের ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ তালুকদারের আদালতে হাজির করা হলে আসাদ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন তারা।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িত সব আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের স্বার্থে কার নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে এবং অন্য কারা জড়িত সে বিষয়টি প্রকাশ করা যাচ্ছে না। 
এর আগে গত ২৮ আগস্ট রাতে যুবলীগ কর্মী আসাদকে হাত-পা থেঁতলে হত্যা করা হয়। 

এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে তাইব হাসান আনন্দ বাদী হয়ে উপজেলা যুবলীগের সভাপতি মাহাবুবুল আলম মনিসহ ৩০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। ওই মামলায় ইতোমধ্যে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

উবায়দুল হক/আরকে