সুনামগঞ্জে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া প্রেসক্লাবে এই ঘটনা ঘটে।

যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নিয়মতান্ত্রিকভাবে তারা অনুষ্ঠান আয়োজন করেন। শান্তিপূর্ণভাবে র‍্যালি ও আলোচনা সভা শেষ করে খাবার খাওয়ার সময় হঠাৎ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী এসে তাদের বেধড়ক মারধর শুরু করেন। শুধু মারধর করেই ক্ষান্ত হননি, আহত যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের হাসপাতালে চিকিৎসাও দিতে দেয়নি। হাসপাতালের সামনে তাদের আটকে আবার পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাহিদ আলী খোকন বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নেতৃত্বে শতাধিক ছাত্রলীগ কর্মী অনুষ্ঠান স্থলে এসে হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাতে থাকা রড ও লাঠির আঘাতে যুব অধিকার পরিষদের ১০ জন কর্মীর মাথা ফেটে যায়। এছাড়া কয়েকজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। সবমিলিয়ে যুব অধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যেতে চাইলেও ছাত্রলীগ বাধা দেয়। একপর্যায়ে আমাকেসহ কয়েকজন কর্মীকে পাশের একটি রেস্ট হাউসের ভেতরে নিয়ে মারধর করা হয়।

তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন বলেন, উকিলপাড়া প্রেসক্লাব মিলনায়তনে কারা হামলা করেছে তা আমাদের জানা নেই। হামলার খবর পেয়ে আমি এবং জেলা ছাত্রলীগের সভাপতি সেখানে যাই। পরে হলের ভেতরে থাকা যুব অধিকার পরিষদের কয়েকজনকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, উকিলপাড়ায় হামলার ঘটনার খবর আমরাও শুনেছি। কিন্তু কেউ এ বিষয়ে লিখিত বা মৌখিক অভিযোগ জানায়নি। কারা হামলা করেছে, কেন করেছে সেটাও কেউ জানায়নি।

সোহানুর রহমান সোহান/এমজেইউ