নিহত আবুল কাশেম

কুমিল্লায় মাদকসেবনে নিষেধ করায় আবুল কাশেম (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে রাজিব হোসেন নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য। ঢাকা পোস্টকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুল্লাহ আল মাহফুজ। 

নিহতের ভাতিজা জাহিদুর ইসলাম হৃদয় বলেন, বিকেলে চাচা আবুল কাশেমের সঙ্গে শ্রীয়াং বাজারে আসি। শ্রীয়াং বাজারের রাইস মিলের সামনে রাজিব নামে এক মাদকসেবী বসে মাদক সেবন করছিলেন। এ সময় তাকে নিষেধ করলে রাজিব দোকানে থাকা দা নিয়ে আবুল কাশেমের বুকে কোপ দেন। এ সময় আমি ও মীর হোসেন নামে একজন এগিয়ে এলে রাজিব তার হাতে থাকা মরিচের গুঁড়া আমাদের চোখে-মুখে মারেন। আমরা তাকে ধরতে গেলে দা দিয়ে আমাদের শরীরে আঘাত করেন। আমাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে রাজিব পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় আবুল কাশেকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি আবদুল্লাহ আল মাহফুজ ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আরিফ আজগর/আরএআর