নোয়াখালীর চাটখিলে গাঁজা সেবনের দায়ে লোকমান হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তার কাছ থেকে বিক্রির জন্য সংরক্ষণ করা ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বদলকোট ইউনিয়নের দক্ষিণ বদলকোট গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। অভিযানে চাটখিল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

দণ্ড পাওয়া লোকমান হোসেন উপজেলার বদলকোট ইউনিয়নের দক্ষিণ বদলকোট গ্রামের আলী আহম্মদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বদলকোট ইউনিয়নের দক্ষিণ বদলকোট গ্রামে লোকমানকে গাঁজা সেবন করতে দেখতে পান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সফিকুল ইসলামকে দুই বছরের কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মাদক সেবন করা অবস্থায় সফিকুলকে হাতেনাতে ধরা হয়। তিনি একজন মাদক কারবারি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা গাঁজা জনসম্মুখে ধ্বংস করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

হাসিব আল আমিন/এসএসএইচ/