ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবারও
বরিশালের বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার উদয়কাঠি ইউনিয়নের প্রগতি মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন হাওলাদার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবুল কালাম হাওলাদার (৭০) ও তার ছেলে কামরুল ইসলাম হায়দার (৪৩)।
বিজ্ঞাপন
স্বজনরা জানিয়েছেন, আবুল কালাম হাওলাদার সম্প্রতি তার বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণ করেন। আজ দুপুরে সেন্টারিং খুলে ট্যাংকের মধ্যে জমে থাকা পানি বালতি দিয়ে পরিষ্কার করছিলেন তার ছেলে কামরুল ইসলাম হায়দার। একপর্যায়ে বালতিটি ট্যাংকের ভেতরে পড়ে যায়। ওই বালতি তুলতে ট্যাংকে নেমে হায়দার অজ্ঞান হয়ে পড়েন। এ সময় ছেলেকে উদ্ধারের জন্য বৃদ্ধ বাবা সেপটিক ট্যাংকে নামলে তিনিও জ্ঞান হারান। পরে স্বজন ও স্থানীয়রা অচেতন অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বানারীপাড়া থানা পুলিশের পরিদর্শক ওসমান গনি জানান, ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসের বিষক্রিয়ায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ