শহর ছাড়ছে মানুষ, গ্রামে করোনা ছড়ানোর শঙ্কা
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের কঠোর বিধি নিষেধের কারণে সাভার ও আশুলিয়া ছাড়তে শুরু করেছে মানুষ। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে পিকআপ, বাস ও মাইক্রোবাসে গাদাগাদি করেই বাড়ি ফিরছেন তারা। করোনা ঝুঁকির সঙ্গে অনিরাপদ পরিবহন বেছে নিয়েছেন বাড়ি ফেরা মানুষগুলো।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ৭ দিনের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার । এতে নিম্ন আয়ের ও দিনমজুর শ্রমিকদের কাজ বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৪ এপ্রিল) দুপুরে সাভার বাস স্ট্যান্ড, নবীনগনর ও বাইপাইল স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। পরিবহন সংকট, অতিরিক্ত যাত্রী ও বেশী ভাড়া দিয়েই ভোগান্তিতে বাড়ি ফিরছে মানুষ। পরিবহন সংকটে পিকআপ ও মালবাহী গাড়িতে করোনা ঝুঁকির সঙ্গে অনিরাপদ যাত্রা নিয়ে তাদের শঙ্কা নেই।
একটি পরিবহনের কাউন্টার মাস্টার উজ্জল বলেন, আমরা তো গাড়ি চালাতে পারবো না। অল্প কয়েক টাকা বেশি নিচ্ছি। যাত্রীদের কোনো অভিযোগ নেই।
পিকআপ ভ্যানের চালক শরিফুল বলেন, ভাই আজকের দিনটাই তো। আর তো ভাড়া মারবার পারুম না।
এ ব্যাপারে সাভার হাইওয়ে পুলিশের পরিদর্শক সাজ্জাদ করিম ঢাকা পোস্টকে বলেন, পিকআপে যাত্রী দেখলেই নামিয়ে দিচ্ছি। বাসে ৫০ শতাংশ সিট ফাঁকা আছে কিনা সেটাও মনিটরিং করছি। আমাদের টিম মহাসড়কে কাজ করছে।
মাহিদুল মাহিদ/এমআইএইচ