আগুনে পুড়ে ছাই কবাখালী ইউপি ভবন
খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদ ভবন। শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দেখতে পান ইউনিয়ন পরিষদ ভবনে আগুন ছড়িয়ে পড়ছে। এর পরই সাধারণ মানুষ আগুন নেভাতে চেষ্টা করে। পরে দীঘিনালা ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সাথে কাজ শুরু করে। দীর্ঘ ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন বলেন, হঠাৎ করে পরিষদের ভবনে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। অফিসের সকল ডকুমেন্ট পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি ।
দীঘিনালা ফায়ার সার্ভিস কর্মকর্তা বাবলা দাশ বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে আমাদের ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইউপি ভবন ছাড়া আর কিছু ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এটি ঘটতে পারে।
জাফর সবুজ/এমআইএইচ