সুনামগঞ্জের জগন্নাথপুরের রড-সিমেন্ট বোঝাই ট্রাকসহ বেইলি সেতু ভেঙে খালের পানিতে ডুবে ট্রাকচালকসহ দুইজন নিখোঁজ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। সেতু ভেঙে যাওয়ায় জগন্নাথপুরের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে জগন্নাথপুর উপজেলার কাটাগাঙ্গ খালে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার কবলে পড়া ট্রাকটি রড-সিমেন্ট নিয়ে রাণীগঞ্জের দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এই সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কর্তৃপক্ষ এ সম্পর্কে অবগত আছে বলেও জানান তারা। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বেইলি সেতু ভেঙে ট্রাকচালকসহ দুইজন নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে উদ্ধার অভিযান চালাবে। 

সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নিউটন দাশ বলেন, আমরা খবর পেয়ে ডুবুরিসহ টিম পাঠিয়েছি। তারা গিয়ে কাজ শুরু করে দিয়েছেন। স্থানীয়রা এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য দিয়েছেন তাতে পাঁচজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। 

সোহানুর রহমান সোহান/আরএআর