মহেশখালীতে আ.লীগের অফিসে অগ্নিসংযোগ, থানায় ইটপাটকেল নিক্ষেপ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করার প্রতিবাদে কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন হেফাজতকর্মীরা। একই সঙ্গে তারা থানা ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছেন। শনিবার (০৩ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে হেফাজতে ইসলামের ব্যানারে অন্তত দুই শতাধিক লোকজন মিছিল বের করে। তারা মিছিল নিয়ে উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে অগ্নিসংযোগ করেন ও ভাঙচুর চালান। রাস্তায় স্বাধীনতা দিবস ও আওয়ামী লীগের পক্ষের যতো ব্যানার-ফেস্টুন ছিল সবগুলো কেটে দিয়েছেন তারা। থানা ভবনের গেট ভাঙার চেষ্টা করে না পেরে ইটপাটকেল নিক্ষেপ করেছেন হেফাজতকর্মীরা।
বিজ্ঞাপন
মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আশিক ইকবাল ঢাকা পোস্টকে বলেন, দুই শতাধিক লোক মিছিল নিয়ে থানা ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে। পরে তারা ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও বাহির থেকে অগ্নিসংযোগ করে।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। যারা এ হামলায় জড়িত তাদের আটকের চেষ্টা চলছে।
মহেশখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দুল কাদের ঢাকা পোস্টকে বলেন, মিছিল নিয়ে এসে জিহাদ করে বাঁচতে চাই বলে ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে হামলা শুরু হয়। পরে বাহিরে গিয়ে অগ্নিসংযোগ করে। হেফাজতের ব্যানারে এ হামলা চালানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
ঘটনাস্থলে থাকা মহেশখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম ঢাকা পোস্টকে বলেন, লাঠিসোটা নিয়ে সামনে হেফাজতের কর্মীরা থাকলেও ভেতরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা হামলা চালিয়েছে।
মুহিববুল্লাহ মুহিব/আরএআর