সাঈদীকে নিয়ে পোস্ট : পটুয়াখালীতে ছাত্রলীগের ৩ নেতাকে অব্যাহতি
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর তাকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগের তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২১ আগস্ট) উপজেলার লতাচাপলী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম ফিরোজ খান ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান কবির মল্লিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩ জনের অব্যাহতির তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
অব্যাহতি দেওয়া তিনজন হলেন- মো. মুরাদ মুসুল্লী, এম আর মিজান আল আব্দুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মো. সানাউল্লাহ।
এ বিষয়ে অব্যাহতি পাওয়া এম আর মিজান আল আব্দুল্লাহ (সাংগঠনিক সম্পাদক) বলেন, আমি মনে করি সাঈদী একজন ইসলামি স্কলার ও কুরআনের মুফাসসির। তাই ধর্মীয় দিক থেকে আমি তাকে নিয়ে পোস্ট করেছি। এতে আমাকে বহিষ্কার করলে তা দুঃখজনক। এর বাইরে আমার কোনো অপরাধ নেই। আজকেও আমি ছাত্রলীগের প্রোগ্রাম করছি।
সাঈদীর মৃত্যুতে পোস্ট দেওয়ায় অব্যাহতির বিষয়টি জানতে চাইলে লতাচাপলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম ফিরোজ খান বলেন, দেলাওয়ার হোসেন সাঈদী একজন রাজাকার। আর আমরা একটি দলের ব্যানারে রয়েছি তাই তাকে নিয়ে পোস্ট দেওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের নির্দেশে তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে।
এসএম আলমাস/এএএ