রাঙামাটিতে বন্যহাতি দেখতে গিয়ে কিশোরের মৃত্যু
রাঙামাটির লংগদু উপজেলায় বন্যহাতি দেখতে গিয়ে হাতির আক্রমণে মো. ফয়সাল (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২০ আগস্ট) বিকেলে লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নের চন টিলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বন্যহাতির আক্রমণে নিহত ফয়সাল উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের পশ্চিম চাইল্যাতলী এলাকার শফিক মিয়ার ছেলে। হাতিগুলো দীর্ঘদিন ধরে একই এলাকায় রাতের বেলা লোকালয়ে এসে মানুষের বসতবাড়ি ও ক্ষেত ফসলের ক্ষতিসহ ভাংচুর করে আসছে, আর দিনের বেলায় আশপাশের জঙ্গলে আশ্রয় নিচ্ছে। ফলে সাধারণ লোকজন এদের আক্রমণের শিকার হচ্ছে।
বিজ্ঞাপন
লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাসাইন্যাদম এলাকায় হাতির আক্রমণে একজনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে। বনাঞ্চল কমে যাওয়ার ফলে হাতিগুলো খাবারের অভাবে লোকালয়ে হানা দিচ্ছে। আমরা এলাকাবাসীদের এ বিষয়ে সতর্ক হওয়ার জন্য আহ্বান করেছি।
মিশু মল্লিক/এফকে