পঞ্চগড়ে তিন শিশুর মৃত্যু!
পঞ্চগড়ে তিন শিশু মারা গেছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলায় এসব শিশুর মৃত্যু হয়। তারা শিশুরা হলো-সৌরভ (৯), সাইফুল্লা (৩) ও দেড় বছর বয়সী সোহান।
সৌরভ তেঁতুলিয়ার শালবাহান ইউপির অন্তর্গত মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে ও একই ইউনিয়নের মহিগছ গ্রামের রুহুল্লা চৌধুরীর ছেলে সাইফুল্লাহ। সোহান দেবীগঞ্জের দেবীডুবা ইউপির মহলদার গ্রামের সুজন ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া গ্রামের শিশু সৌরভ দুপুরে বাড়ির পাশে পুকুরে তার বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। গোসল শেষে অন্য শিশুরা বাড়ি ফিরলেও সে না ফেরায় তার মা তাকে খুঁজতে বের হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে নেমে খোঁজাখুঁজি করলে তাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। অপরদিকে শিশু সাইফুল্লাহ্ সকালে পুকুরে গোসল করতে নামলে সে পানিতে ডুবে মারা যায়।
একই ইউনিয়নের দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, দুপুরে মাঝিপাড়া এলাকার শিশু সৌরভকে পুকুরে পানি থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে আমার অ্যাম্বুলেন্সে দ্রুত আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। অপর শিশু সাইফুল্লাহ সকালে পানিতে ডুবে মারা যায়।
এদিকে দেবীগঞ্জে মহলদার গ্রামে দেড় বছরের শিশু সোহান বাড়িতে খেলা করার সময় তারা বাবা অদূরে জমিতে সার দিতে যান। এ সময় শিশুটি বাবার পিছু ধরে যেতে থাকলে পুকুরে পড়ে যায়। তাকে পুকুর থেকে উদ্ধার করে দেবীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
একই দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী ও দেবীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম। তারা জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এসকে দোয়েল/এমএএস