ঠাকুরগাঁওয়ে হঠাৎ ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় হঠাৎ ঝড়ে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (১২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কিসমত সৈয়দতপুর গ্রামে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
কিসমত সৈয়দতপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ ফয়জুর রহমান ঢাকা পোস্টকে বলেন, হঠাৎ করে গভীর রাতে ঝড় শুরু হয়। এতে আমাদের ঘরের টিনের চালাসহ ঘরবাড়ি উড়ে যায়। সকালে উঠে দেখি আমাদের গ্রামের বেশিরভাগ বাড়ির ঘরবাড়ি ভেঙে গেছে।
স্থানীয় ইউপি সদস্য মোখলেসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, হঠাৎ গভীর রাতে ঝড় শুরু হয়। এতে প্রায় ৪০টি কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ভেঙে যায়। বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে যায় ও গাছপালা ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ঘরের টিন বাতাসে উড়ে গেছে। হঠাৎ এই ঝড়ে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে।
এমজেইউ