নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহাজ উদ্দিন (১৪) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডে হেফজখানা থেকে নাস্তা খেতে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। 

মৃত নিহাজ উদ্দিন হাতিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের তোতারাগো বাড়ির প্রবাসী মো. দিদার উদ্দিনের ছেলে। সে স্থানীয় আহমদ মিয়া বাজার নুরানি ও হেফজ মাদরাসার ছাত্র এবং ২৮ পারা পর্যন্ত হেফজ করেছেন।

স্থানীয় বাসিন্দা নুর আলম ঢাকা পোস্টকে বলেন, প্রতিদিন সকালে নাস্তা খেতে বাড়িতে আসে মাদরাসার শিক্ষার্থীরা। নিহাজ উদ্দিনও নাস্তা খেতে বাড়িতে আসার পথে রাস্তার উপরে বজ্রপাতে নিহাজের মৃত্যু হয়। মানুষজন তার মরদেহ বাড়িতে নিয়ে আসে। তার সহপাঠীসহ এলাকার লোকজন এসে সেখানে ভিড় জমান। মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

হাতিয়া পৌরসভার মেয়র কে এম ওবায়েদ উল্যাহ বিপ্লব ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ছেলেটি কোরআন শরিফের ২৮ পারা পর্যন্ত মুখস্ত করেছেন। নাস্তা খেতে বাড়িতে আসার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ঢাকা পোস্টকে বলেন, বজ্রপাতের মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

হাসিব আল আমিন/আরকে