উখিয়া ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে মুফতি জামাল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৯টার দিকে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত মুফতি জামাল উখিয়া বালুখালী ১১নং ক্যাম্পের নজির আহমদের ছেলে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ১০-১৫ জন দুর্বৃত্ত মুফতি জামালকে ঘর থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। পাশে থাকা লোকজন চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুফতি জামাল আগে আরসার সদস্য ছিলেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটা জানতে পারেনি পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাইদুল ফরহাদ/আরএআর