কুমিল্লার লাকসামে প্রেমিকাকে ধর্ষণের পর হত্যার দায়ে মো. মহিন উদ্দিন (২৮) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মহিন উদ্দিন জেলার লাকসাম উপজেলার দক্ষিণ বিনই নোয়াপাড়া গ্রামের মৃত আ. জলিল মিয়ার ছেলে।

কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, মহিনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সদর দক্ষিণ উপজেলার জয়নগর এলাকার জুনাব আলীর মেয়ে নাছিমা আক্তারের (২৪)। ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লার লাকসাম থানাধীন গোপালপুর গ্রামের শাহ আলমের বাড়িতে পরিত্যক্ত ঘরে আসামি মহিন ভুক্তভোগী নাছিমা আক্তারকে হাত-পা বেঁধে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ঘটনার দিন বিকেলেই মহিন উদ্দিনকে আসামি করে নিহতের ভাই ফজলে রাব্বি বাদী হয়ে সদর দক্ষিণ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৯ সালের ২৬ ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরবর্তীতে মামলার ১৫ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন।

আরিফ আজগর/এমজেইউ