সুনামগঞ্জের লাকমা সীমান্তে ভারত থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে পাথর চাপায় আকতার হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ আগস্ট) ভোরে তাহিরপুর লাকমা সীমান্তের ভারতের মেঘালয়ের চাঙ্গের ছড়া এলাকায় কয়লার গুহা থেকে কয়লা আনতে গিয়ে পাথর চাপায় তার মৃত্যু হয়।

মৃত আকতার হোসেন তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের আব্দুন নুরের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে তাহিরপুর উপজেলার লাকমা গ্রামের আকতার হোসেনসহ ১৫ থেকে ২০ জন শ্রমিক চোরাই পথে ভারতের মেঘালয় রাজ্যের চাঙ্গেরছড়া এলাকার গুহা থেকে কয়লা আনতে যায়। কয়লা সংগ্রহের সময় পাথরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আকতার হোসেন। পরে তার সঙ্গে থাকা অন্যরা পাথর সরিয়ে দুপুরে আকতার হোসেনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, সীমান্ত থেকে কয়লা আনতে গিয়ে পাথর চাপায় একজন মারা গেছে বলে জানা গেছে। খবর পেয়ে ওই শ্রমিকের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

সোহানুর রহমান সোহান/এএএ