রংপুরে দলে দলে মিছিলে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই মিছিলে শারীরিক প্রতিবন্ধী (খর্বাকৃতি) রংপুরের গঙ্গাচড়া উপজেলার নাহিদ হাসান প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে এসেছে। তার ছোট ভাই রাসেল ইসলাম তাকে সঙ্গে নিয়ে এসেছেন।

নাহিদ হাসান ঢাকা পোস্টকে বলেন, সকাল ৬টায় বাড়ি থেকে বের হইছি আমরা। ৭টার দিকে রংপুর শহরে আসছি। প্রধানমন্ত্রীকে ভালোবাসি, একনজর দেখার জন্য এসেছি। আশা করি দেখতে পাব। এর আগে প্রধানমন্ত্রীকে সামনাসামনি দেখার সুযোগ হয়নি। আজকে প্রধানমন্ত্রীকে দেখতে পাব দেখে অনেক খুশি লাগছে। নিজে তো চলতে পারি না ছোট ভাইকে সঙ্গে নিয়ে হুইল চেয়ারে চলে এসেছি।

নাহিদের ছোট ভাই রাসেল ইসলাম ঢাকাকে পোস্টকে বলেন, আমরা তিন ভাই তার মধ্যে আমার এই ভাইয়ের শারীরিক একটু সমস্যা।  তার ইচ্ছেতে আমরা দুই ভাই প্রধানমন্ত্রীকে দেখতে আসছি। প্রধানমন্ত্রীকে দেখেই আমরা বাড়ি যাব।

মহাসমাবেশ বিকেলে হলেও, সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হতে শুরু করেছে রংপুর জিলা স্কুলের আশপাশ। 

মঙ্গলবার (১ আগস্ট) মধ্যরাত থেকেই রংপুর মহানগরীতে গণমানুষের ঢল থেকে ভেসে আসে ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা-স্বাগতম’ স্লোগান। সকাল ৮টা থেকে সভাস্থল নগরীর ঐতিহাসিক রংপুর জিলা স্কুল মাঠে দূর-দূরান্ত থেকে রঙিন টিশার্ট ও ক্যাপ পরিহিত নেতাকর্মীরা ঢাকঢোল পিটিয়ে আসতে শুরু করেছেন।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রংপুর মহানগরী। গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। নগরীর ২১টি পয়েন্টে করা হয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এক হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রবেশ রুট গুলোতে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জনসভায় আসা-যাওয়া নির্বিঘ্ন করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। সাড়ে ৪ বছরের বেশি সময় পর তিনি আবার রংপুরে আসছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই রংপুর বিভাগ, রংপুর সিটি করপোরেশন ও রংপুর মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা করেন। প্রতিশ্রুতির আলোকে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন রংপুরের পুত্রবধূ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শরিফুল ইসলাম/আরকে