এক বন্ধু পরপারে, অন্য দুইজন হাসপাতালে
নওগাঁর ধামইরহাটে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাইয়ুম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (৩০ জুলাই) বেলা ১১টায় উপজেলার ধামইরহাট-নজিপুর আঞ্চলিক সড়কের বিহারিনগর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত কাইয়ুম জেলার সাপাহার উপজেলার হাঁপানিয়া বেলডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বেরিয়ে মোটরসাইকেলযোগে ধামইরহাট বাজারে মুরগি বিক্রি করতে যান আব্দুল কাইয়ুম। মুরগি বিক্রির পর দুই ব্যবসায়ী বন্ধুকে সঙ্গে নিয়ে বেলা ১১টায় তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিহারিনগর বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাইয়ুম মারা যান। এ সময় আহত হন তার দুই বন্ধু আক্তার হোসেন (৩০) ও আলিম হোসেন (২৮)। স্থানীয়রা তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী ঢাকা পোস্টকে বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম পাঠিয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও অটোরিকশা উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের মধ্যে আক্তার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরমান হোসেন রুমন/এমজেইউ