ঝালকাঠি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে
দুর্ঘটনায় হতাহতদের দেখতে হাসপাতালে ডিআইজি
ঝালকাঠি সদরের ছত্রকন্দায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় হতাহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. আক্তারুজ্জামান। শনিবার (২২ জুলাই) সাড়ে ৩ টার দিকে ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝালকাঠী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন শিবলীকে প্রধান করে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন।
বিজ্ঞাপন
এ দুর্ঘটনায় নিহতরা হলেন- পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তারেক রহমান (৪৫), ছালাম মোল্লা (৬০), খাদিজা বেগম (৪৩), শাহীন মোল্লা (২৫), সুমাইয়া (০৬), রহিমা বেগম (৬০), আবুল কালাম হাওলাদার (৪৫), রাবেয়া বেগম (৮০), সাদিয়া আক্তার (২৪), মঠবাড়িয়া উপজেলার জাহাঙ্গীর খান (৫৮), ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার খুশবু আক্তার (১৭), নয়ন (১৬), সালমা আক্তার (৪২), বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার আব্দুল্লাহ (৮), মেহেন্দীগঞ্জ উপজেলার রিপা মনি (২), আইরিন আক্তার (২২)। এছাড়া আরও একজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১৩
জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, ঘটনাটি দুঃখজনক। ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে তদন্ত শেষে বলা যাবে।
প্রসঙ্গত, ঝালকাঠির ঝালকাঠি সদরের ছত্রকন্দায় শনিবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আবীর হাসান/এএএ