রাসেল ভাইপার ছোবলের পর সাপ মেরে হাসপাতালে হাজির রোগী
কুষ্টিয়া সদর উপজেলার জাহিদুল ইসলাম রাজা (৫৫) নামে এক ব্যবসায়ী বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে আহত হন। পরে সেই সাপটিকে তিনি মেরে ফেলেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় রোগী সঙ্গে করে মরা সাপটিকে হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে যান।
মঙ্গলবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া এলাকায় গড়াই নদীর চরে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহত জাহিদুল ইসলাম রাজা জুগিয়া গ্রামের সামছুল আলমের ছেলে। তিনি একজন ব্যবসায়ী। তিনি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
জাহিদুল ইসলাম রাজা বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গড়াই নদীতে মাছ ধরতে যাচ্ছিলেন। এসময় নদীর চরে বিষধর রাসেল ভাইপার সাপ আমার বাম পায়ের হাটুতে কামড় দেয়। তারপর সাপটি মেরে ফেলি। মরা সাপটি নিয়ে কুষ্টিয়া হাসপাতালে আসি। আমি চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার বলেন, বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকামুক্ত।
রাজু আহমেদ/আরকে