সিমেন্ট তৈরির ৯৪০ টন কাঁচামালসহ মেঘনায় ডুবে গেল কার্গো
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীতে ডুবোচরে ধাক্কা লেগে ৯৪০ টন সিমেন্ট তৈরির কাঁচামাল বোঝাই প্রিমিয়াম-৫ নামে একটি কার্গো ডুবে গেছে। তবে কার্গোতে থাকা ১২ শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।
রোববার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার উলানিয়া সংলগ্ন মল্লিকপুর এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে কালিগঞ্জ নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল জানিয়েছেন, ক্লিংকার বোঝাই কার্গোটি ঢাকা থেকে খুলনায় যাচ্ছিল। বেলা ১১টার দিকে কার্গোটি একটি ডুবোচরে ধাক্কা লাগে। এতে ইঞ্জিন রুমের তলা ফেটে পানি উঠতে শুরু করে। কার্গোর শ্রমিকরা ৯৯৯ নম্বরে কল করলে কোস্টগার্ড উদ্ধার অভিযানে নামে। অভিযানে কার্গোতে থাকা ১২ শ্রমিককে উদ্ধার করা হয়। বর্তমানে কার্গোটি ডুবন্ত অবস্থায় রয়েছে। তবে এর মাস্তুল দেখা যাচ্ছে।
কার্গো চালক হাসান জানিয়েছেন, গতকাল প্রিমিয়াম সিমেন্ট কোম্পানির ক্লিংকার নিয়ে কার্গোটি খুলনার বৈঠাকাটা এলাকার উদ্দেশে রওনা দেয়। রাতে হরিণা এলাকায় নোঙর করে। সকালে মেঘনা নদীর মল্লিকপুর এলাকা অতিক্রমকালে ইঞ্জিন রুমের টোন প্লেট ফেটে পানি প্রবেশ করতে শুরু করে।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর